পৌষ মাস। বিকেল হয়হয়। ঝুল বারান্দায় চেয়ারে বসে আছি। রৌদ্রের তেজ এমনিতেই কম। তার উপর উত্তরে হাওয়া বইছে। হিমহিম শীতে যেন একটু শিরশিরে লাগছে। কপালের ভাঁজে যদিও বা সূর্য রশ্মি তির্যক ভাবে পড়ছে! এতে মন্দ লাগছে না। ওম ওম মুহূর্ত! আবেশ বিহ্বল! অনুরণিত দেহমন। কেননা, প্রতিক্ষণে কিছু না কিছু স্মৃতি লুটোপুটি
......বিস্তারিত