1. admin@sahittyadiganta.com : সাহিত্য দিগন্ত ডেস্ক : সাহিত্য দিগন্ত ডেস্ক
  2. editor.sahittodigonto@gmail.com : সম্পাদক : জায়েদ হোসাইন লাকী : সম্পাদক : জায়েদ হোসাইন লাকী
ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৩ পেলেন যারা | সাহিত্য দিগন্ত পত্রিকা
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৩ পেলেন যারা

মেহবুবা হক রুমা I সাহিত্য ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৬৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার দুপুর ৩ টায় ঢাকার কাঁটাবনস্থ ‘কবিতা ক্যাফে’ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান এর ৮ম  জমজমাট অনুষ্ঠান। প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ঢাকা এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ১২২ জন কবি, লেখক, সমাজসেবক, সংগঠক, কণ্ঠশিল্পী, আবৃত্তিশিল্পী, নাট্যশিল্পী সহ বিভিন্ন ক্ষেত্রে সফল গুণীজনেরা।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দেশের বরেণ্য কবি আসলাম সানী, সম্মানিত অতিথি কবি আলমগীর রেজা চৌধুরী, প্রধান অতিথি কবি রেজাউদ্দিন স্টালিন, প্রধান আলোচক কবি শাহীন রেজা, বিশেষ অতিথি কামাল আহমেদ (উপ-মহাপরিচালক, বাংলাদেশ বেতার), কবি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী (যুগ্মসচিব, সমাজসেবা অধিদপ্তর), সারমিন আক্তার ময়না (চেয়ারম্যান, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ) এবং ফারজানা করিম (বরেণ্য মিডিয়াব্যক্তিত্ব)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ সংস্থার প্রধান উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ড এর ডেপুটি কমিশনার কবি মো. মেহেবুব হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কবি ও লেখক মেহবুবা হক রুমা, সংগঠনের কার্যক্রম নিয়ে কথা বলেন সংগঠনের নির্বাহী পরিচালক জায়েদ হোসাইন লাকী।  অনুষ্ঠান সঞ্চালনা, উপস্থাপনা ও সার্বিক সমন্বয় করেন সংস্থার পরিচালক আয়শা জাহান নূপুর, জেবুন্নেছা মুনিয়া, সাদিয়া মিকি, নাহিদা তুহিন, মাঈন উদ্দিন এবং নুরুন নাহার শ্রাবনী।

অনুষ্ঠানে ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৩ যাদের দেয়া হয়েছে তারা হলেন :

সম্মাননা ২০২৩ :

আসলাম সানী (কবি), আলমগীর রেজা চৌধুরী (কবি), রেজাউদ্দিন স্টালিন (কবি), শাহীন রেজা (কবি), কামাল আহমেদ (কণ্ঠশিল্পী), হায়াত কামাল (কবি), দিলু রোকিবা (কবি), নুরুন্নাহার শিরীন (কবি ও সম্পাদক), কোহিনূর বেগম (শিক্ষাবিদ), সারমিন আক্তার ময়না (সংগঠক), ফারজানা করিম (বরেণ্য মিডিয়াব্যক্তিত্ব), সামিরা আব্বাসী (কথাশিল্পী), ড. সৈয়দ রেদওয়ানুর রহমান (টিটো রেদওয়ান) (নাট্যকার), মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী (কবি, গিতীকার ও সমাজসেবক), মো. মেহেবুব হক (কবি ও সংগঠক), সাফিকা নাসরিন মিমি (কণ্ঠশিল্পী), মেহবুবা হক রুমা (কবি ও লেখক), তাহেরা আখতার চৌধুরী (লেখক, সংগঠক), আইভি সাহা (সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক), মোঃ আফজাল হোসেন (কবি), তালহা জুবাইর মাসরুর (দেশসেরা কৃষি উদ্যোক্তা)

বর্ষসেরা পুরস্কার ২০২৩ :

টিপু রহমান (সংগঠক), রমজান মাহমুদ (ছড়াশিল্পী), শিমুল পারভীন (কবি), মাছুমা টফি একা (গল্পকার), মো. মেহেবুব হক (কবি), হাফিজা শারমীন সুমী (গবেষক), ইলিয়াছ হোসাইন (কবি), মো. মতিয়ার রহমান (কবি), মুক্তা পারভীন (কবি), আউলিয়া পারভীন শিউলী (সমাজসেবক), দেলোয়ার হোছাইন (কবি), রাবেয়া রুবি (কবি), বৃষ্টি মাসুদ (গল্পকার), শামীম আহমেদ (নাট্যনির্দেশক), ফারজানা বাতের (সেরা রাঁধুনি), মাকসুদা আননাহাল (কবি), মুনমুন খান (আবৃত্তিশিল্পী), মানিক লাল ঘোষ (সাংবাদিক ও কলামিস্ট), ফরিদা ইয়াসমিন (কবি ও লেখক)।

ফ্রেন্ডস অব হিউম্যানিটি পুরস্কার ২০২৩ :

মোহাম্মদ হোসেন (ঔপন্যাসিক), র. আমিন (ঔপন্যাসিক), পুষ্পেন রায় (কবি), নজরুল ইসলাম আজাদ (গীতিকার), ডালিম কুমার বড়ুয়া (কণ্ঠশিল্পী), ড. ইসরাত মেরিন (প্রাবন্ধিক), ডাক্তার মমতাজ রহমান (আবৃত্তিশিল্পী), নুরেন নাহার সীমা (কবি), জাহিদ হোসেন মোল্যা (কবি), সাবরীনা ইসলাম নীড় (ঔপন্যাসিক), জেনি সরকার (কবি), পারভীন নাহার (কবি), আলিফ আশরাফ (কবি), আসরাফি জিন্নাহ বারী (সংগীত শিল্পী), গিরিধর দে (ঐতিহ্য সংগ্রাহক), এ এস ফাউন্ডেশন (সংগঠন), মেরিনা জামান মমি (উদ্যোক্তা), বি এম এরশাদ (কথাসাহিত্যিক), সাহাদাত হোসাইন (সমাজসেবক), শাহীন আক্তার স্বাতী (ঔপন্যাসিক), মিনা ফারুক (কবি), মো. মোস্তফা চৌধুরী (কবি), রেদওয়ান রাহাত প্রামানিক দৃষ্টি (সমাজসেবক), রবিউল করিম পলাশ (কবি), বিধান চন্দ্র রায় (আবৃত্তিশিল্পী), নাহিদা পাঠান তুহিন (কবি, সংগঠক), এস এম নওশের (প্রাবন্ধিক), লোপা ফাহমিদা(কবি), আরিফা সুলতানা (সংগঠক)। (তালিকাটি জ্যৈষ্ঠতার ভিত্তিতে নয়)

কবিতা ক্যাফে মিলনায়তনে অনুষ্ঠানটি বিকেল ৩ টায় শুরু হয়ে রাত ১০ টায় শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উপহার হিসেবে দেয়া হয়, ক্রেস্ট, উত্তরীয়, সম্মাননা সনদ, শুভেচ্ছাপত্র, ব্যাগ, ব্যাজ, বই, ফুল, ক্যান্ডি এবং খাবার ইত্যাদি।

Facebook Comments Box
Website | + posts

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিকি মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় Rudra Amin