গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশ শিল্পকলা একাডেমির, জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ভাষা সাহিত্য কল্যাণ পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কে এম খালিদ এমপি (প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)। সভাপতি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন (সভাপতি, বাংলা একাডেমি)। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা রাজিয়া সুলতানা সভাপতি, ভাষা সাহিত্য কল্যাণ পরিষদ।
সেরা সংগঠন হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের নারী লেখক সোসাইটির। আলোকিত নারী হিসেবে সম্মানীত হয়েছেন নয়জন নারী। সাঈদা নাঈম ( কবি, লেখক ও সংগঠক), মেহবুবা হক রুমা ( কবি, লেখক ও সংগঠক), শাবানা ইসলাম বন্যা ( কবি, লেখক ও সংগঠক), আইভী মামুন ( কবি ও লেখক), সোমা তাহেরা চৌধুরী ( কবি, লেখক ও সংগঠক), আইভি সাহা ( কবি, লেখক ও সংগঠক), সাফিকা নাসরিন মিমি ( সংগীত শিল্পী) সুমী শারমীন ( সাহিত্য গবেষণা)। আলোকিত নারী সম্মাননা পেয়েছেন শহীদ শহীদুল্লাহ কায়সার এর স্ত্রী পান্না কায়সার। তাঁর সম্মাননা গ্রহণ করেন তাঁর সুযোগ্য কন্যা শমী কায়সার। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ঝর্ণা রহমানও আলোকিত নারী সম্মাননা পেয়েছেন।
এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা গুণীজনদের প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননা প্রদান সহ মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।