ঢাকা সাহিত্য পরিষদ এর উপদেষ্টা এবং আজীবন সদস্য হলেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান লেখক, গবেষক, শিক্ষাবিদ, ড. মহীতোষ গায়েন।
জীবন বৃত্তান্ত :
ড. মহীতোষ গায়েন একজন অধ্যাপক, লেখক, সাংবাদিক, সংগঠক, সম্পাদক, ইতিহাস-সাহিত্য-সাংস্কৃতিক গবেষক এবং সমাজসেবী। তিনি উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, সিটি কলেজ, কলকাতা। পিতা : স্বর্গীয় বিনোদ বিহারী গায়েন, মাতা : স্বর্গীয়া যমুনা বালা গায়েন। ড. মহীতোষ গায়েন ৯০ এর দশকের কবি। তাঁর লেখালিখি শুরু ১৯৮২ সাল থেকে। পেশা : অধ্যাপনা, সিটি কলেজ, কলকাতা। ভূতপূর্ব অধ্যক্ষ, শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যামহাপীঠ। শিক্ষকতা জীবন দীর্ঘ ২৭ বছর। কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিসট্যান্স এডুকেশনের অতিথি অধ্যাপক।
তাঁর লেখালিখির বিষয়, কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, রম্যরচনা, নাটক, ফিচার ইত্যাদি। ৫০ এর অধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন, সংবাদপত্রে নিয়মিত লেখালিখি করেন। উল্লেখযোগ্য যে সব সংবাদপত্র, অনলাইন ম্যাগাজিন ও লিটন ম্যাগাজিনে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে, প্রভাতফেরি সংবাদপত্র -অস্ট্রেলিয়ার সিডনি, আশ্রম ম্যাগাজিন –কানাডা, প্যারিস টাইমস্ –প্যারিস, ঢাকার নিউজ- ঢাকা, নিউজ সোনার বাংলা ও উত্তরণ টিভি, ঢাকা, Women News-Dhaka, হলুদ পাখি, ঢাকা, অর্বাচীন, Story and Article, ছাইলিপি ম্যাগাজিন-ঢাকা, News Bangla, দৈনিক পূবের কলম, কবিতা প্রতিমাসে, যুবশক্তি, গণশক্তি, সাহিত্য সাময়িকী, সাহিত্য দিগন্ত পত্রিকা –ঢাকা, শব্দ মঞ্জরি, সমাজ ও সাহিত্য, সহিত্য বার্তা –ইসলামপুর, ডেইলি হ্যান্ট, দৈনিক রূপসাঞ্চল, দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ, পাতা প্রকাশ- বাংলাদেশ, দৈনিক নববার্তা –ঢাকা, পত্র লিপি, বাংলা সাহিত্য-ঢাকা, Worldpress.com, বার্তা-২৪ –বাংলাদেশ, ব্লগার ডট কম, MDTV -24, প্রমুখ। এছাড়া, সুইজারল্যান্ড, জার্মানি, ইউকে থেকেও তাঁর কবিতা প্রকাশিত হয়েছে।
সম্পাদিত সাহিত্য পত্রিকা: ৫টি
১. অনুপল, ২. অনুরাগ সাহিত্য পত্রিকা, ৩. উৎস মানুষ নিউজ, ৪. সাহিত্য ধারা, ৫. মাটির কথা, ৬.পল্লী প্রতিভা। তাঁর লেখা কবিতার সংখ্যা-৭০০। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তাঁর ৩৩টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত গ্রন্থের নাম ও সংখ্যা : প্রকাশিত কাব্যগ্রন্থ ৪টি।
১.অস্থির সময়ের কবিতা-মডেল পাবলিশিং ২০০৪, ২. হৃদয়ে রক্তপাতের শব্দ-প্রতিভাস ২০০৭, ৩. আয় বৃষ্টি হৎকমলে-রুপালি পাবলিশার্স ২০১৮, কলকাতা, পুস্তকমেলা। ৪.অস্থির সময়ের বর্ণমালা -চান্দ্রভাষ প্রকাশন, প্রথমটির পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ ২০১৮, কলকাতা পুস্তকমেলা। তাঁর আরো ৩টি পাণ্ডুলিপি প্রকাশের অপেক্ষায়।
গবেষণা গ্রন্থের নাম ও সংখ্যা : ৮টি।
১. ২৪ পরগনার কৃষক আন্দোলন ও বিশ শতকের বাঙালি বুদ্ধিজীবী -প্রগ্রেসিভ পাবলিশার্স ২০১৯, ২. শতবর্ষের আলোয় বঙ্গবন্ধু ও শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ -রূপালী পাবলিশার্স ২০২০, ৩. Religious Policy of Medieval Rulers(1206-1707) Rupali 2019, ৪. ইতিহাসের অলিন্দে সংস্কৃতির ইতিহাস -রুপালি পাবলিকেশন,২০১৯ (মৌসুমী দাস চাকলাদারের সাথে যৌথ ভাবে), ৫. গণ-দর্পণে বাংলা নাটক ও নাট্য আন্দোলনের ইতিহাস (১৮৭০-১৯৫০) ঘোষ পাবলিশিং হাউস, কলকাতা২০২৩, ৬. আদি মধ্যযুগে ভারতবর্ষের ইতিহাস (৬৫০–১২০০) বর্ণাশ্রম পাবলিকেশন,২০২১, ৭. মধ্যযুগে ভারতের ইতিহাস:সুলতানি আমল (প্রথম খণ্ড) বর্ণাশ্রম পাবলিকেশন ২০২১, ৮. মধ্যযুগে ভারতের ইতিহাস: সুলতানি আমল (সমগ্র), কল্যানী পাবলিকেশন (গবেষণা গ্রন্থ)।
সম্পাদিত জার্নাল/গ্রন্থ: ১৯টি।
১. ইতিহাস বিষয়ক জার্নাল- আবহমান(২০১৮, ২০১৯)
২. ইতিহাস বিষয়ক জার্নাল -সুচিন্তা (২০২৩)
২. ইতিহাস-সমাজ-সংস্কৃতি ২০২০
৩. ইতিহা সচর্চা-২ (প্রথম খণ্ড-জুন, ২০২১)
৪. ইতিহাস চর্চা-২ (দ্বিতীয় খণ্ড- জুলাই, ২০২১)
৫. পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গবেষণা গ্রন্থ -দ্বিতীয় খণ্ড, বর্ণাশ্রম পাবলিকেশন-২০২২
৬. পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গবেষণা গ্রন্থ -তৃতীয় খণ্ড, বর্ণাশ্রম পাবলিকেশন্-২০২৩
৭. পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গবেষণা গ্রন্থ -চতুর্থ খণ্ড, বর্ণাশ্রম পাবলিকেশন্-২০২৪
৮. রবি-জসীর নকশিকাঁথা -বর্ণাশ্রম পাবলিকেশন-২০২৪
৯. গবেষকদের অনুসন্ধানে জেলা কলকাতা (গবেষণা গ্রন্থ)
১০. গবেষকদের অনুসন্ধানে জেলা উ: ২৪পরগনা(গবেষণা গ্রন্থ)
১৩. গবেষকদের অনুসন্ধানে জেলা দ: ২৪পরগনা(গবেষণা গ্রন্থ)
১৪. গবেষকদের অনুসন্ধানে জেলা হাওড়া (গবেষণা গ্রন্থ)
১৫. গবেষকদের অনুসন্ধানে জেলা হুগলি (গবেষণা গ্রন্থ)
১৬. গবেষকদের অনুসন্ধানে জেলা নদীয়া (গবেষণা গ্রন্থ)
১৭. গবেষকদের অনুসন্ধানে জেলা মুর্শিদাবাদ (গবেষণা গ্রন্থ)
১৮. গবেষকদের অনুসন্ধানে জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (গবেষণা গ্রন্থ)
১৯. গবেষকদের অনুসন্ধানে জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান (গবেষণা গ্রন্থ)
সাংবাদিকতা : ৮টি ক্ষেত্র।
১. সম্পাদক, পশ্চিমবঙ্গ, দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ।
২. সম্পাদক, রূপসা টাইমস।
৩. সম্পাদক, উৎস মানুষ নিউজ।
৪. সম্পাদক, সব খবর।
৫. রিপোর্টার, গ্লোবাল নিউজ।
৬. রিপোর্টার, ডেইলি হ্যান্ট।
৭. রিপোর্টার, ঢাকার নিউজ।
৮. রিপোর্টার, নিউজ সোনার বাংলা।
সংবাদপাঠক:
নিউজ দৈনিক রূপসাঞ্চল, সমাজসাথী নিউজ।
উল্লেখ্যযোগ্য বিভিন্ন সংগঠনের দায়িত্ব: ও লাইফ মেম্বার: ১১টি
* সম্পাদক- সুচিন্তা সোসাইটি ফর কালচার
* যুগ্ম সম্পাদক -পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ
* সাবেক সহ সম্পাদক -বাচিক স্বজন
* সাবেক সহ সভাপতি -বাচিক স্বজন
* লাইফ মেম্বার ও সাহিত্য পত্রিকা সাব কমিটির মেম্বার -বঙ্গীয় সাহিত্য পরিষৎ
* আজীবন সদস্য, ঢাকা সাহিত্য পরিষদ
* উপদেষ্টা, ঢাকা সাহিত্য পরিষদ
* নির্বাচিত ইসি মেম্বার, ইনস্টিটিউট অফ হিস্টোরিকাল স্টাডিজ
* ইসি মেম্বার, কর্পাস রিসার্চ ইনস্টিটিউট
* লাইফ মেম্বার, ইতিহাস একাডেমী, ঢাকা
* WBCUPA’র সহযোগী সম্পাদক, রাজ্য কমিটি ও নির্বাচন কমিটির সদস্য।
ঠিকানা :
৪৩ দক্ষিণ কোদালিয়া, সত্যেন বসু সরণি, পো:-নিউ ব্যারাকপুর, কলকাতা-১৩১, ইমেইল: g.mahitosh@yahoo.com, g.mahitosh68@gmail.com, WhatsApp -7797551405, WhatsApp-9330041611