দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্তগ্রাম হোসেনাবাদ। এই জনপদটি স্বাস্থ্যসেবায় এমনিতেই পিছিয়ে,তার উপর তামাক চাষের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য হুমকির মুখে। এরই পরিক্রমায় ২০২০ সালে এলাকার তরুনদের নিয়ে গঠিত “আমরা দুস্থ অসহায় মানুষের পাশে (ADAMP)” স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবছর ফ্রী মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে আসছে।
বরাবরের মতো এবারও ১২ ই এপ্রিল, শুক্রবার, হোসেনাবাদ দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার সাকীল খানের পৃষ্ঠপোষকতায় ৬০ টি পরিবারকে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন,মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মোসাঃ জান্নাতুল নাহিদ (ইভা), ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা। আরো উপস্থিত ছিলেন স্থানীয় পল্লী চিকিৎসক রাজিব উল করিম, সাবরিনা মমতাজ, হিরা, ওবায়দুর রহমান।
মেডিক্যাল ক্যাম্পটির পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মাসুদ রানা, অর্থ সম্পাদক বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক রাজু, ক্রীড়া সম্পাদক রিপন, সহ-প্রচার সম্পাদক শাহিদ আলম, প্রচার সম্পাদক মাঈন উদ্দীন, তুহিন, তুর্য্য, বিজয়, হৃদয়, মেহেদী, অনিক, জীম, বাপ্পী, সুইট, জয়, তামিম, অপূর্ব,হিমেল, আনাচ।
প্রতিবেদক : মাঈন উদ্দীন, হোসেনাবাদ, দৌলতপুর, কুষ্টিয়া।